শিশির বিন্দু ঘাসের বুকে
মুক্তো হয়ে ঝরছে ওই,
মেঘের ভেলা নীলাকাশে
দেখবি যদি চলনা সই।
নদীর তীরে কাশের বনে
সাদা চামর দুলছে তাই,
ভরবো কোচড় কাশফুলেতে
দারুণ মজা লাগবে ভাই।
নানা রঙের ফুলে ভরা
কুসুম বাগে অলির দল,
অরূপ শোভা শিউলি কেয়ায়
আর দেরী নয় ত্বরা চল্।
বকুল সুবাস গায়ে মেখে
খেলতে যেরে দারুণ সুখ,
ময়নাবিলে শাপলা তুলে
দেখবো মায়ের হাসি মুখ।
শরৎ শোভা মনোলোভা
পদ্মদীঘি ভরা ফুল,
চোখজুড়ানো শরৎ রূপের
নেই যে রে ভাই কোন তুল।