আকাশ বুকে ভাসছে সুখে
সাদা মেঘের ভেলা,
শিশির কণা দেয় জানিয়ে
এলো শরৎ বেলা।
নদীর পাড়ে খালের ধারে
চামর দোলায় কাশে,
গাছের তলে পড়ছে ঝরে
শিউলি ফুলে রাশে।
শাপলা ফুলে উঠছে দুলে
শরৎ ছোঁয়া পেতে,
কোন্ বালিকা গাঁথে মালিকা
উল্লাসেতে মেতে।
সরোজ ফুটে সুবাস ছুটে
আসে অলির দলে,
কুমোর পাড়া দারুণ সাড়া
তুলির টানে চলে।
নদীর জলে মাঝির দলে
ভাটিয়ালির তানে,
গাঁয়ের বধূ কলসী কাঁখে
চলে দীঘির পানে।
শিউলি ফুলে শরত হাসে
দুর্গা আসবে বলে,
ভুবন বাসী পথের পানে
চেয়ে চোখের জলে।