অমর কথাকার তোমার সৃষ্টি আজও শ্রেষ্ঠ পাঠকের হৃদ মাঝারে ,
সাধারণ মেয়েদের যন্ত্রণার রাগ অনুরাগ ,
যেন বিসমিল্লার সানাইয়ের বিশুদ্ধ বেহাগ ।
পল্লী সমাজ আজও তোমার কথা বলে,
শ্রীকান্ত বা ইন্দ্রনাথ আর এই সমাজে কি মেলে?
পথের দাবির দেশপ্রেমের দিয়েছিলে যে ডাক,
গফুরের বেদনার মাঝে মহেশের চোখের জলের দাগ ।
ভালোবাসার দেনা পাওনার হিসাব মেলেনা ,
এরকম স্রষ্টার সৃষ্টিকে কেউ ভোলেনা ।