ময়ূরকণ্ঠি আকাশ নীলে জলহীন মেঘ-ডানায়,
শরত এসেছে পরির বেশে ঝরা-হিম জ্যোৎস্নায়।
ঢেউ খেলানো সাদা কাশে শীর্ণ প্রাণে পুলক জাগে,
জাফরানি রঙ শিউলি বোঁটায় প্রাণচঞ্চল অনুরাগে।
ভালো লাগে ভাসা শুভ্র মেঘের মুক্তির আনাগোনা,
দূর বকুলের উদাসীন পথে আগমনী গান শোনা।
জাগে আনন্দ বন্দনা গান সুখি কলতান চঞ্চলতা,
মনের ডানায় ছড়ায় পেলব শব্দ কথার বিচিত্রতা।