শরৎ এলে দখিন হাওয়ায়
দুলে ওঠে মন,
মাতাল হাওয়া শনশনিয়ে
মতায় কাশের বন।
সাদা মেঘের ভাসে ভেলা
সারা আকাশ জুড়ে,
ঢাকি পাড়ায় ঢাকের বাজনা
মনের মধ্যে ঘুরে।
কুমোর পাড়ায় পটুয়ারা
ব্যস্ত মূর্তি গড়ায়,
মনের মধ্যে পুজোর বাজনা
মন বসেনা পড়ায়।
এবার পুজোয় আসবে কি-মা,
মুখে মাস্ক পরে,
মাস্ক পরে কি দেখব মাগো,
প্যান্ডেল ঘুরে ঘুরে?
তার চেয়ে বধ করো না-মা
করোনা অসুরে,
আনন্দেতে কাটবে পুজো
শঙ্কা যাবে দূরে।