শরৎ আকাশ সোনা রৌদ্র
আলোয় ঝলমল ধরা,
কাশ জেগেছে চরাচরে
মাঠে ঘাটে ভরা।
দুলছে দোদুল থরে থরে
বাতাস সাথে খেলে,
কাশের বনে চামর দোলা
দেখি নয়ন মেলে।
পুজো পুজো গন্ধ বায়ে
দিক দিগন্ত জুড়ে,
ধামসা মাদল ঢাক কাঁসরের
বাজনা বাজে সুরে।
শেফালিকা আনন্দে তাই
ঝরছে রাশে রাশে,
শারদলক্ষ্মী উমা মায়ের
চরণ পাওয়ার আশে।
জলাশয়ে শুভ্র রক্তিম
ফোটে কমল কলি,
গুনগুনিয়ে আসে ধেয়ে
পরাগ লোভে অলি।