শরতের শুভ্র শামিয়ানায়
শোভিত শরদিন্দু শুকতারা
শতদলে শব্দিত শিলীমুখী,
শিউলির শাখায় শাখায়
শিঞ্জিত শুকশারী ;
শিশিরসিক্ত শর্বরী
শিহরিত শিখী -শিখিনী ।
শুচিস্মিতার শোণিতে শিহরণ ,-
শুভরাতের শোভন শয্যায়
শরমের শয়ন।
[ শব্দার্থঃ- শিলীমুখী-ভ্রমরী, শিখী-শিখিনী=ময়ূর-ময়ূরী, শিঞ্জিত-মুখর]