এই যে দেখছ আমার প্রিয় শব্দ- শরীর
যার ভেতর বুকের অনন্ত স্পন্দন
বাতাসের নিঃশব্দ ঢেউ
আর সেই সমস্ত অতীত মুহূর্তগান
ছড়িয়ে আছে ধানপাতায় বাঁধা ঘর
ঘোর লাগা চোখেও অশ্রুর ক্ষত
দীর্ণ জীর্ণ দুঃখ-বিষাদের দীর্ঘশ্বাস
চারপাশের এলোমেলো সময়ের এক নিভৃত কোণে
থমকে আছে হাপিত্যেশ করা জীবনের গল্প
যার মধ্যে এখনও প্রাণের গভীর আলোর সংকেত
নিহিত শব্দময়তার প্রলম্বিত আকুতি
এই সব স্থির-অস্থির অদ্ভুত অনুভূতি ও উপলব্ধিগুলো
একে একে প্রতিটি গল্পের ভেতর
আমাকে প্রকৃত সত্য ও সুন্দরের খোঁজে
জীবনের আরও খুব কাছে একেবারে
বিস্ময় রহস্যের মুখোমুখি টেনে নেয়
আর জীবনের যাবতীয় বিপন্নতাকে ক্রমশ
অতিক্রম করতে করতে জেগে উঠি আমি
জেগে ওঠে এই যে দেখছ আমার প্রিয় শব্দ-শরীর …।