নিবিড় , গূঢ় নিবিড় চোখে এঁকেছো আলপনা
গোপন ভীড়ে হারিয়ে গেলেও
ফিরিয়ে আনে তোমারই কল্পনা ।
মুক্তি পেতে চাইছি মোহের গজব সর্বনাশ,
শান্ত হবার শিরায় পাতো
স্বেচ্ছা স্বরে শব্দে সহবাস ।
এ কোন অ-সুখ রক্তবীজে , প্রথম রত্নাকর !
গুটিয়ে নিলেও ঝাঁপির নীলে
নিষাদ বিষে পোড়াচ্ছে তস্কর ।
ভাবনা ভাসে , ভাবনা ডোবে , ভাবনা ওড়ায় ঘর
কাব্যে সুখী কবিতাতেই
মরণ বাঁচন সমান নিরন্তর ।