কি চাও তুমি !
কিই বা দিতে পারি, কিই বা দেবো তোমায়!
কবিতার শব্দ ছাড়া এসময়
তেমন কোন সম্বল নেই আমার
আমিই কি ভিন্ন কিছু চাইতে পারি আর !
চারপাশের আশ্চর্য্য স্বর ও সুর যখন
অসম্ভব স্বপ্ন দেখা শেখায় আমাকে
তখন নিজেকে খুব অসংযত মনে হয়
তাই বিপরীত যুদ্ধে নিজেকে শরবিদ্ধ করি
ক্রমশঃ পুনর্জন্ম হয় আমার
উন্মোচন হয় ছায়াবৃত জীবনের
কবিতার চিত্রকল্পে আঁকি প্রিয় চোখ ও মুখ
আঁকি স্বপ্নময় রাত্রির সাথে নিভৃত জোছনার
নিবিড় কথোপকথনের দৃশ্য
ও পাতা ঝরার সন্ধিক্ষণ মুহূর্ত
দুঃখ করো না, অভিমানও না
অনন্ত অক্ষরে ঢেকে দেবো সব বিষাদ
এক আকাশ নক্ষত্র দেবো, দেখো
নদী দেবো,নৌকো দেবো, দেবো হাওয়া
পাল তুলে দেবো সেই অনর্গল হাওয়ায়
তোমার অসমাপ্ত সব স্বপ্ন আমি
বয়ে নিয়ে যাবো শব্দের কাছে কবিতার কাছে
তুমি কেবল সঙ্গ দেবে
ছুঁয়ে দেবে ,আর কবিতা হবে ।