প্রতিমুহূর্তে জ্বলে ওঠে
পরিত্যক্ত কবিতার পোড়োবাড়ি
যেখানে নিরন্তর বিকীর্ণ হই আমি
আমাকে ঘিরে থাকে অপঘাতে মৃত
শব্দদের ছায়ামুখ
মুখোমুখি এই জন্ম ও এই জীবন
শিকড়ের মতো ছড়িয়ে আছে
জীবিত ও মৃত শব্দের বুকেই
নতুন কবিতায় যার পুনর্জন্ম আঁকা
পতনের শব্দে মৌন-মুখর চারপাশ
তীব্র স্তব্ধতা বিদায় নিয়েছে
সময়ের আড়ালে
পঙক্তির ভাঁজে ভাঁজে জীবনের গল্পবীজ
শুধু লেখার আগে এবার
খুঁজে নিতে হবে প্রিয় শব্দের উৎসমুখ ।