একলা বসে ঘরের কোণে ভাবছি সারাদিন
হবেই যখন দেহটা এই পাঁচভুতে বিলিন
কিসের এতো দলাদলি কিসের এতো ভয়
কিসের ঘৃণা? হিংসা কেন?
কেন আজ এই অবক্ষয়?
হায়রে মানুষ শ্রেষ্ঠত্বের করিস যদি দাবি
একটু বসে সকল মিলে ঠান্ডা মাথায় ভাবি
এদিক ওদিক মানুষ যে আজ মরছে কত শত
মরছে শিশু অনাহারে কাঁদছে অবিরত
ছুটছে মানুষ মটর বেগে ঘুরছে সারাক্ষণ
বিবেক বুদ্ধি মানবিকতা দিয়ে বিসর্জন
আমার আমি,আমার ভালো, আমার পরিবার
কিসের সমাজ? দায়িত্ব কিসের? বাকিরা তো পর
একটু ভাবো শ্রেষ্ঠ হে জীব
সময় এবার হলো
সামনে ভীষন কঠিন সময় রাত্রি অনেক কালো
আমরা মানুষ আমরাই পারি জ্বালতে নতুন আলো
হাতের উপর হাতটা রেখে এগিয়ে সবাই চলো
মরবে না কেউ অনাহারে থাকবে নাতো ক্লে