মনের পরত খুলে দেখি
জ্যোৎস্না ঘাসে রূপোর ঝিলিক,
নদীর টলটলে জল আয়নায়
বৃষ্টি চুঁইয়ে পড়ে আবেশে,
দাহহীন প্রশমনে….
একটানা মোম গলে চলে
নদীর খেয়ালের মতো,
বাস্তবের কঠিন আদিখ্যেতা হোচট খায় সময়ের চলাফেরার।
ধরিনি সোনার পাথরবাটি-
তুমি ছিলে, তাই
স্বপ্নগুলো ছিল হীরের চেয়েও অহংকারী।
আবহাওয়ার রকমফেরে,
আজও খুঁজে চলি প্রত্যাশিত সময়
ওলটপালট যন্ত্রণায়………