আঁটোসাঁটো রোদ্দূর ছুঁয়ে শপথের বাণ
কতবার ছুঁড়েছি নিজস্ব প্রতিভাবলে,
বিষ্মিত নাভিমূলে হাত রেখে কতকাল
কতভাবে গেয়েছি ক্যারোল,
সবকিছু ছেড়ে নাতিদীর্ঘ ছায়াপথে
কাঁদো কাঁদো সুরে খুঁজি, খুঁজে চলি
আমার মহার্ঘ ঠিকানা।
ওলট-পালট মন্দ বাথানে পাই ঠাঁইটুকু
শেষকালে অনেক কষ্টেসৃষ্টে,
এখনো জানি না কিসে ছিল ভেজাল-রমরমা
অথবা কেন পারি নি পাখীর চোখ বিঁধতে?