শরতের শিশির ভেজা শিউলি ফুলের সুবাসে আকাশে বাতাসে ভাসমান মেঘে কাশফুলে দোলা লাগিয়ে আগমনী আসেন মর্ত্যে শক্তিদায়িনী, আনন্দময়ী , দুর্গোতিনাশিনী মা দুর্গা রূপে।
উৎসবমুখর মানুষ তোমার ওই আলো মাখা চোখের দিকে তাকিয়ে থাকে!
বুঝতে কী পারে তোমার ওই চোখের ভাষা?
জীবনের ভাঙা-গড়া, জয়- পরাজয়, সুখ-দুঃখ, আনন্দ-কষ্ট, ছুঁয়ে ছুঁয়ে পথ চলা।
তুমি মা শক্তিরূপেন সংস্থিতা।
তাই সর্বকালের সর্বজনীন উৎসবে ফিরে এসো মা বারে বারে, ছিন্নমস্তা চামুণ্ডা ত্রিনয়নী শক্তিদায়িনী রূপে।
ঘরে ঘরে আজও তোমার কন্যারা বড় অসহায়। সব নিয়ম, আচার বিচার যেন তাদের জন্যই বাঁধা। জাগো মা, দিয়ে যাও হাতে খড়গ ত্রিশূল।
জাগো মা,আসুরিক অশুভ শক্তি কে পরাভূত করে শান্তির বারি দিয়ে যাও। বশ্যতা নয়, অসহায়তা নয়, জাগিয়ে যাও মানুষের মনে সহমর্মিতা,স্নেহ, মমতা,প্রেম, ভালোবাসা।।