শংকর ব্রহ্ম
লেখক পরিচিতি
—————————
নাম – শংকর ব্রহ্ম
শংকর ব্রহ্ম – ১৯৫১ সালের ২রা মার্চ, কলকাতায় জন্মগ্রহণ করেন । পিতা ঁহরলাল ব্রহ্ম এবং মাতা ঁগীতারাণী দেবী।
ছাত্র জীবন শুরু হয় তার নাকতলা হাই স্কুলে। কলেজ জীবন কাটে সাউথ সিটি কলেজ বা হেরম্ব চন্দ্র কলেজের দিবা-বিভাগে, সেখান থেকে তিনি বানিজ্যে স্নাতক হন। তার ছেলেবেলা কাটে (৪/৮১ নম্বর) বিদ্যাসাগর কলোনীতে (কলকাতা – ৭০০ ০৪৭)। কর্মজীবনে তিনি বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং প্রধান-শিক্ষক হয়ে অবসর গ্রহণ করেছেন ২০১১ সালে। বর্তমানে তিনি বাস করেন গড়িয়ার কেন্দুয়ায় (৮/১ আশুতোষ পল্লী, কলকাতা – ৭০০ ০৮৪.) এই ঠিকানায়।
১৯৭০ সালের শুরু থেকেই তিনি সাহিত্য চর্চায় মেতেছেন। তখন তিনি সাউথ সিটি কলেজে পড়েন। দেশপ্রিয় পার্কের ‘সুতৃপ্তি’ রেস্টুরেন্ট এবং রাসবিহারীর এভিনিউর ‘অমৃতায়ণ’ তখন রবিবার সকাল দশটা থেকে সাহিত্যের আড্ডা হতো, সেখানে নিয়মিত যেতেন তিনি। সেখানে তার সঙ্গে অনেক স্বনামধন্য কবি-সাহিত্যিকের পরিচয় ও ঘনিষ্ঠতা হয়। দীর্ঘ সাহিত্য-জীবনে তিনি সান্নিধ্য লাভ করেছেন – অন্নদা শংকর রায়, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, শিব নারায়ণ রায়, অমিতাভ চৌধুরী, পবিত্র সরকার, সমরেশ বসু, অরুণ মিত্র, সুশীল রায়, নারায়ণ গাঙ্গুলী, যজ্ঞেশ্বর রায়, নীহার রঞ্জন গুপ্ত, সুভাষ মুখোপাধ্যায়, হেমাঙ্গ বিশ্বাস, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, কিরণশংকর সেনগুপ্ত, সুনীল গাঙ্গুলী, শক্তি চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, দীপক মজুমদার, প্রণবেন্দু দাশগুপ্ত, পবিত্র মুখার্জী, দিব্যেন্দু পালিত, সত্যেন্দ্র আচার্য, সমীর রক্ষিত, ফণিভূষণ আচার্য, তুলসী মুখোপাধ্যায়, সজল বন্দোপাধ্যয়, দেবাশিষ বন্দ্যোপাধ্যায়, শিবতোষ ঘোষ, অমর মিত্র,শ্যামলকান্তি দাশ, সিদ্ধার্থ সিংহ, গৌতম চ্যাটার্জী ( মহীনের ঘোড়াগুলি) প্রমুখ।
তার প্রকাশিত লেখার সংখ্যা শ’পাঁচেক-এর বেশী। তিনি প্রায় শতাধিক পত্রিকায় তিনি লেখেন। যাদের মধ্যে উল্লেখনীয় “দৈনিক বাংলা স্টেটসম্যান”, “পুরশ্রী”, “প্রসাদ”, “ঘরোয়া”, “বিকল্প বার্তা” (শারদীয়া সংখ্যা – ১৪২৯), শব্দ সাঁকো, স্বয়ংসিদ্ধা, অমেয়, দৈনিক দেশজগত, বঙ্গীয় সাহিত্য দর্পণ, শব্দনগর, উদ্ভাস, শব্দ লেখা, নীলকমল, বোধগম্য, অচিন পাখি, স্বরধ্বনি পত্রিকা, সৃজাম্যহম্ , খেয়ালী খাম, সর্বজয়া পত্রিকা,পরিচয় পত্রিকা, কাব্যতরী, কাব্যপট, ইলশে গুঁড়ি, সাময়িকি (নরওয়ে থেকে প্রকাশিত), আশ্রম (অটোয়া থেকে প্রকাশিত) প্রভৃতি।
এ’ছাড়া রয়েছে সমরেশ বসু সম্পাদিত “মহানগর”, “শিবনারায়ণ রায়” সম্পাদিত “জ্ঞিসাসা”, কিরণ শংকর সেনগুপ্ত সম্পাদিত “সাহিত্য চিন্তা”, পবিত্র মুখোপাধ্যায় সম্পাদিত “কবিপত্র” প্রভৃতি পত্রিকা। কবি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। তার মধ্যে রয়েছে “সারা বাংলা কবিসন্মেলন” (১৯৭৮)-য়ে তরুণদের [জুনিয়ার্] মধ্যে প্রথম পুরস্কার (সেবার শক্তি চট্টোপাধ্যায় অগ্রজদের [সীনিয়র্] মধ্যে প্রথম পুরস্কার পান), “সময়ানুগ” (১৯৭৯) প্রথম পুরস্কার, “যুব উৎসব” (১৯৮০)-এর পুরস্কার এবং তারপর আরও অন্যান্য বহু পুরস্কার পেয়েছেন তিনি।
কবি শংকর ব্রহ্মর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “তোমাকে যে দুঃখ দেয়”, “স্মৃতি তুমি আমাকে ফেরাও”, “যাব বলে এখানে আসিনি”, “আবার বছর কুড়ি পরে”। এই কাব্যগ্রন্থগুলি বর্তমানে নিঃশেষিত,পাওয়া যায় না।
কবি “শব্দব্রহ্ম” ও “সাহিত্য সংহিতা” দুটি গ্রুপের প্রতিষ্ঠাতা সম্পাদক। বর্তমানে তিনি “সাম্প্রতিক সাহিত্য” ও “স্টোরি এন্ড আর্টিকেল” গ্রুপের এডমিন।
শংকর ব্রহ্মের কবিতার বৈশিষ্ট্য হলো তাঁর কবিতায় লৌকিক প্রেমের পাশাপাশি স্বর্গীয় প্রেম, প্রভু, প্রেমাস্পদ ও প্রশংসিত ব্যক্তি সম্পর্কিত বিষয়বস্তু এবং আশাবাদ। তাঁর কবিতাগুলোতে বিরহ-বিচ্ছেদের কষ্ট থাকলেও, তিনি বিশ্বাস করতেন যে এই কষ্ট স্থায়ী নয়।
এখানে শংকর ব্রহ্মের কবিতার কিছু বৈশিষ্ট্য বিস্তারিতভাবে আলোচনা করা হলো:
প্রেম ও আধ্যাত্মিকতা:
শংকর ব্রহ্মের কবিতায় লৌকিক প্রেমের পাশাপাশি আধ্যাত্মিক প্রেমের গভীরতা লক্ষ্য করা যায়। তিনি তাঁর কবিতায় প্রভু, প্রেমাস্পদ ও প্রশংসিত ব্যক্তি সম্পর্কিত বিষয়গুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
আশাবাদ:
শংকর ব্রহ্মের কবিতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আশাবাদ। তাঁর জীবনে দুঃখ-কষ্ট থাকলেও তিনি বিশ্বাস করতেন যে সবকিছু ভালো হবে।
বিরহ-বিচ্ছেদের কষ্ট:
শংকর ব্রহ্মের কবিতায় বিরহ-বিচ্ছেদের কষ্টও প্রকাশ পেয়েছে। তবে, তিনি এই কষ্টকে স্থায়ী মনে করতেন না।
বিষয়বস্তু:
তাঁর কবিতার বিষয়বস্তু হলো প্রেম, প্রকৃতি, মানব জীবন এবং আধ্যাত্মিকতা।
ভাষা ও ছন্দ:
শংকর ব্রহ্মের কবিতার ভাষা সহজ ও স্বাভাবিক এবং ছন্দের ব্যবহারও সাবলীল।
অন্যান্য বৈশিষ্ট্য:
তাঁর কবিতায় জীবনের বিভিন্ন দিক যেমন আনন্দ, দুঃখ, প্রেম, বিরহ, আশা ও হতাশাকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
শংকর ব্রহ্মের কবিতার আরও বৈশিষ্ট্য হলো, তিনি অল্প কথায় গভীর ভাব প্রকাশ করতে ভালোবাসেন, তাঁর কবিতায় জীবনের বিভিন্ন দিক যেমন – প্রেম, বিরহ, আনন্দ, দুঃখ, হতাশা, প্রতিবাদ, নৈতিক অবক্ষয় ইত্যাদি বিষয় স্থান পেয়েছে।
অল্প কথায় ব্যাপক ভাব প্রকাশ:
শংকর ব্রহ্মের কবিতাগুলি সাধারণত ছোট এবং সংহত, যেখানে অল্প শব্দে তিনি জীবনের গভীর অনুভূতি প্রকাশ করতে সক্ষম হয়েছেন।
প্রেম ও বিরহ:
তাঁর কবিতায় প্রেমের গভীরতা ও বিরহের বেদনার প্রকাশ বিশেষভাবে উল্লেখযোগ্য।
জীবন ও সমাজের প্রতিচ্ছবি:
তাঁর কবিতায় জীবনের বিভিন্ন দিক, যেমন – আনন্দ, দুঃখ, আশা, হতাশা, সমাজের প্রতিচ্ছবি ধরা পড়েছে।
আধুনিকতা:
শংকর ব্রহ্মের কবিতায় আধুনিক জীবনবোধ ও চিন্তাধারা প্রতিফলিত হয়েছে।
গল্প ও কবিতার মিশ্রণ:
তাঁর কবিতায় গল্পের মতো প্লট ও চাতুর্যপূর্ণ ভাষার ব্যবহার দেখা যায়।
মনস্তাত্ত্বিক বিষয়:
শংকর ব্রহ্মের কবিতায় মনস্তাত্ত্বিক বিষয় ও মানবিক সংকটগুলি বিশেষভাবে স্থান পেয়েছে।

লেখকের সৃষ্টি

আলেকজান্ডার || Sankar Brahma
আলেকজান্ডার ইতিহাস পড়তে টুকাইয়ের বেশ ভালই লাগে। মজা পায় পড়ে।

কিন্ডার ফুলমুন আকাশে বিলীন || Sankar Brahma
কিন্ডার ফুলমুন আকাশে বিলীন গোমতি নদির ধারে নৈমিষারণ্যে, এক দৈত্য

২০২৩ সালের সেরা দশটি বই || Sankar Brahma
২০২৩ সালের সেরা দশটি বই নির্বাচনের ভিত্তিতে ২০২৩ সালের ১০টি

নামওয়ালি সার্পেল || Sankar Brahma
নামওয়ালি সার্পেল সারপেলের ১৯৮০ সালে লুসাকা , জাম্বিয়ার, জন্মগ্রহণ করেন

জাডি স্মিথ এফআরএসএল || Sankar Brahma
জাডি স্মিথ এফআরএসএল (ইংরেজ ঔপন্যাসিক, প্রাবন্ধিক এবং ছোটগল্পকার) জ্যাডি স্মিথ

অলিভিয়া লাইং || Sankar Brahma
অলিভিয়া লাইং ১৪ই এপ্রিল ১৯৭৭ সালে অলিভিয়া লাইং জন্মগ্রহণ করেন।

সমর সেনের কবিতা নিয়ে আলোচনা || Sankar Brahma
সমর সেনের কবিতা নিয়ে আলোচনা চল্লিশ দশকের একজন বিশিষ্ট কবি

অ্যালেক্স হালি || Sankar Brahma
অ্যালেক্স হালি আলেকজান্ডার মারে পামারলি (অ্যালেক্স হালি) ১১ই কআগস্ট, ২৯২১

চন্দ্রগুপ্ত মৌর্য || Sankar Brahma
চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্তের ছোটবেলা সম্পর্কে খুব বেশি খবর জানা যায়

ছড়ার ছররা || Sankar Brahma
ছড়ার ছররা ছেলেবেলার মা-ঠাকুমাদের মুখে ছড়া শুনে আমরা বড় হয়েছি।

মহাজনপদ || Sankar Brahma
মহাজনপদ “জনপদ” শব্দের অর্থ হলো মানুষের পদচারণা স্থান। জনপদ জনগণের

রবীন্দ্রনাথের রাষ্ট্রনেতিক মতাদর্শ || Sankar Brahma
রবীন্দ্রনাথের রাষ্ট্রনেতিক মতাদর্শ রবীন্দ্রনাথ মুলতঃ কবি বলেই বিশ্ববাসীর কাছে পরিচিত।

মূর্খ বড় সামাজিক নয় || Sankar Brahma
মূর্খ বড় সামাজিক নয় কবিতার কাছে কি প্রত্যাশা করে, পাঠক?–

আনিসুজ্জামান || Sankar Brahma
আনিসুজ্জামান ১৯৩৭ সালের ১৮ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বসিরহাটে

সাবির হাকার কবিতা || Sankar Brahma
সাবির হাকার কবিতা ১৯৮৬ সালে ইরাণের পশ্চিম প্রান্তে কার্মানশা প্রভিন্সে

উত্থান-পতন || Sankar Brahma
উত্থান-পতন (১) উনিশ বছর বয়সে বলরাম শ্মশান থেকে একটা গীতা

পাখি, আমার পাখি || Sankar Brahma
পাখি, আমার পাখি পরমেশ জ্যাঠাকে দাহ করে, ভোরবেলা নিমতলা থেকে

আনন্দে যাপন || Sankar Brahma
আনন্দে যাপন আজ সকালে সুন্দর ঝলমলে সোনালি রোদ উঠেছে। পেঁজা

বাদলের প্রাপ্তি || Sankar Brahma
বাদলের প্রাপ্তি পুজোয় কোনবারই নতুন জামা হয় না বাদলের। সে

লিভিংস্টোন || Sankar Brahma
লিভিংস্টোন ১). টুকাইদের বাড়ির পাশেই ছোট একটা মাঠ আছে। মাঠের

দাড়িংবাড়ির রহস্যময়ী || Sankar Brahma
দাড়িংবাড়ির রহস্যময়ী হাওড়া স্টেশনের মেঝেতে কাপড়, চাদর কিংবা কাগজ বিছিয়ে

মহেশ পাউদাল || Sankar Brahma
মহেশ পাউদাল ১৯৮২ সালে নেপালে জন্মগ্রহণ করেন মহেশ পাউদাল। তিনি

কবি সমর সেন ও তাঁর কবিতা || Sankar Brahma
কবি সমর সেন ও তাঁর কবিতা সমর সেন চল্লিশ দশকের

যা দেবী সর্বভূতেষু || Sankar Brahma
যা দেবী সর্বভূতেষু ‘দুর্গাপূজা’ হিন্দুদের প্রধান উৎসব। পশ্চিমবঙ্গ, আসাম, ওড়িশা,

পবিত্র সরকার || Sankar Brahma
পবিত্র সরকার (শিক্ষাবিদ, ভাষাবিদ, লেখক) পবিত্র সরকার মানুষটির বর্ণনা করা

কবি সমীর রায়চৌধুরী || Sankar Brahma
কবি সমীর রায়চৌধুরী (বিতর্কিত কবি, ব্যতিক্রমী ছোট-গল্পকার ও ভাবুক) সমীর

কবি দেবী রায় (হাংরি আন্দোলনের অন্যতম উদ্ভাবক এবং বাংলার প্রথম দলিত কবি)
কবি দেবী রায় (হাংরি আন্দোলনের অন্যতম উদ্ভাবক এবং বাংলার প্রথম

শক্তি চট্টোপাধ্যায় || Sankar Brahma
শক্তি চট্টোপাধ্যায় ২৫শে নভেম্বর ১৯৩৩ সালে পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ

সত্তর দশকের স্মৃতি || Sankar Brahma
সত্তর দশকের স্মৃতি ‘সত্তর দশক মুক্তির দশক’ – স্লোগানে দেয়ালগুলি

শওকত আলি (ঔপন্যাসিক ও গল্পকার) || Sankar Brahma
শওকত আলি (ঔপন্যাসিক ও গল্পকার) শওকত আলির জন্ম ১২ই ফেব্রুয়ারী

আমি কীরকম ভাবে বেঁচে আছি || Sankar Brahma
আমি কীরকম ভাবে বেঁচে আছি ৭ই সেপ্টেম্বর ১৯৩৪ সালে বাংলাদেশের

হাউজসুন্ডে জন ওলাভ ফসে || Sankar Brahma
হাউজসুন্ডে জন ওলাভ ফসে (নরওয়েজিয়ান কবি, লেখক, অনুবাদক এবং নাট্যকার)

লীলা মজুমদার (শিশু সাহিত্যিক) || Sankar Brahma
লীলা মজুমদার (শিশু সাহিত্যিক) লীলা মজুমদারের ছোটবেলা কেটেছে শিলংয়ে। সেখানে

কুসংস্কারের জন্ম || Sankar Brahma
কুসংস্কারের জন্ম সকালে ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে, জানলা

স্বপ্নে ইচ্ছে-পূরণ || Sankar Brahma
স্বপ্নে ইচ্ছে-পূরণ উমার বয়স চোদ্দ বছর। যখন যেখানেই থাকুক ঘাড়

স্বাধীনতার গল্প || Sankar Brahma
স্বাধীনতার গল্প ১৯৪৭ সালের ১৫ই আগস্ট (১৩৫৪ বঙ্গাব্দের ২৯ শ্রাবণ,

ইডিসিয়নস এল পুয়েন্তে || Sankar Brahma
ইডিসিয়নস এল পুয়েন্তে Ediciones El Puente (The Bridge Publications) ১৯৫৯

হোসে জোয়াকুইন পালমা লাসো || Sankar Brahma
হোসে জোয়াকুইন পালমা লাসো (কিউবার একজন গুরুত্বপূর্ণ কবি) হোসে জোয়াকুইন

জোয়ানা কুলিগ || Sankar Brahma
জোয়ানা কুলিগ ( পোলিশ: [jɔˈanna ˈকুলিক] ; Polish preacher and