শংকর ব্রহ্ম
লেখক পরিচিতি
—————————
নাম – শংকর ব্রহ্ম
শংকর ব্রহ্ম – ১৯৫১ সালের ২রা মার্চ, কলকাতায় জন্মগ্রহণ করেন । পিতা ঁহরলাল ব্রহ্ম এবং মাতা ঁগীতারাণী দেবী।
ছাত্র জীবন শুরু হয় তার নাকতলা হাই স্কুলে। কলেজ জীবন কাটে সাউথ সিটি কলেজ বা হেরম্ব চন্দ্র কলেজের দিবা-বিভাগে, সেখান থেকে তিনি বানিজ্যে স্নাতক হন। তার ছেলেবেলা কাটে (৪/৮১ নম্বর) বিদ্যাসাগর কলোনীতে (কলকাতা – ৭০০ ০৪৭)। কর্মজীবনে তিনি বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং প্রধান-শিক্ষক হয়ে অবসর গ্রহণ করেছেন ২০১১ সালে। বর্তমানে তিনি বাস করেন গড়িয়ার কেন্দুয়ায় (৮/১ আশুতোষ পল্লী, কলকাতা – ৭০০ ০৮৪.) এই ঠিকানায়।
১৯৭০ সালের শুরু থেকেই তিনি সাহিত্য চর্চায় মেতেছেন। তখন তিনি সাউথ সিটি কলেজে পড়েন। দেশপ্রিয় পার্কের ‘সুতৃপ্তি’ রেস্টুরেন্ট এবং রাসবিহারীর এভিনিউর ‘অমৃতায়ণ’ তখন রবিবার সকাল দশটা থেকে সাহিত্যের আড্ডা হতো, সেখানে নিয়মিত যেতেন তিনি। সেখানে তার সঙ্গে অনেক স্বনামধন্য কবি-সাহিত্যিকের পরিচয় ও ঘনিষ্ঠতা হয়। দীর্ঘ সাহিত্য-জীবনে তিনি সান্নিধ্য লাভ করেছেন – অন্নদা শংকর রায়, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, শিব নারায়ণ রায়, অমিতাভ চৌধুরী, পবিত্র সরকার, সমরেশ বসু, অরুণ মিত্র, সুশীল রায়, নারায়ণ গাঙ্গুলী, যজ্ঞেশ্বর রায়, নীহার রঞ্জন গুপ্ত, সুভাষ মুখোপাধ্যায়, হেমাঙ্গ বিশ্বাস, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, কিরণশংকর সেনগুপ্ত, সুনীল গাঙ্গুলী, শক্তি চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, দীপক মজুমদার, প্রণবেন্দু দাশগুপ্ত, পবিত্র মুখার্জী, দিব্যেন্দু পালিত, সত্যেন্দ্র আচার্য, সমীর রক্ষিত, ফণিভূষণ আচার্য, তুলসী মুখোপাধ্যায়, সজল বন্দোপাধ্যয়, দেবাশিষ বন্দ্যোপাধ্যায়, শিবতোষ ঘোষ, অমর মিত্র,শ্যামলকান্তি দাশ, সিদ্ধার্থ সিংহ, গৌতম চ্যাটার্জী ( মহীনের ঘোড়াগুলি) প্রমুখ।
তার প্রকাশিত লেখার সংখ্যা শ’পাঁচেক-এর বেশী। তিনি প্রায় শতাধিক পত্রিকায় তিনি লেখেন। যাদের মধ্যে উল্লেখনীয় “দৈনিক বাংলা স্টেটসম্যান”, “পুরশ্রী”, “প্রসাদ”, “ঘরোয়া”, “বিকল্প বার্তা” (শারদীয়া সংখ্যা – ১৪২৯), শব্দ সাঁকো, স্বয়ংসিদ্ধা, অমেয়, দৈনিক দেশজগত, বঙ্গীয় সাহিত্য দর্পণ, শব্দনগর, উদ্ভাস, শব্দ লেখা, নীলকমল, বোধগম্য, অচিন পাখি, স্বরধ্বনি পত্রিকা, সৃজাম্যহম্ , খেয়ালী খাম, সর্বজয়া পত্রিকা,পরিচয় পত্রিকা, কাব্যতরী, কাব্যপট, ইলশে গুঁড়ি, সাময়িকি (নরওয়ে থেকে প্রকাশিত), আশ্রম (অটোয়া থেকে প্রকাশিত) প্রভৃতি।
এ’ছাড়া রয়েছে সমরেশ বসু সম্পাদিত “মহানগর”, “শিবনারায়ণ রায়” সম্পাদিত “জ্ঞিসাসা”, কিরণ শংকর সেনগুপ্ত সম্পাদিত “সাহিত্য চিন্তা”, পবিত্র মুখোপাধ্যায় সম্পাদিত “কবিপত্র” প্রভৃতি পত্রিকা। কবি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। তার মধ্যে রয়েছে “সারা বাংলা কবিসন্মেলন” (১৯৭৮)-য়ে তরুণদের [জুনিয়ার্] মধ্যে প্রথম পুরস্কার (সেবার শক্তি চট্টোপাধ্যায় অগ্রজদের [সীনিয়র্] মধ্যে প্রথম পুরস্কার পান), “সময়ানুগ” (১৯৭৯) প্রথম পুরস্কার, “যুব উৎসব” (১৯৮০)-এর পুরস্কার এবং তারপর আরও অন্যান্য বহু পুরস্কার পেয়েছেন তিনি।
কবি শংকর ব্রহ্মর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “তোমাকে যে দুঃখ দেয়”, “স্মৃতি তুমি আমাকে ফেরাও”, “যাব বলে এখানে আসিনি”, “আবার বছর কুড়ি পরে”। এই কাব্যগ্রন্থগুলি বর্তমানে নিঃশেষিত,পাওয়া যায় না।
কবি “শব্দব্রহ্ম” ও “সাহিত্য সংহিতা” দুটি গ্রুপের প্রতিষ্ঠাতা সম্পাদক। বর্তমানে তিনি “সাম্প্রতিক সাহিত্য” ও “স্টোরি এন্ড আর্টিকেল” গ্রুপের এডমিন।
শংকর ব্রহ্মের কবিতার বৈশিষ্ট্য হলো তাঁর কবিতায় লৌকিক প্রেমের পাশাপাশি স্বর্গীয় প্রেম, প্রভু, প্রেমাস্পদ ও প্রশংসিত ব্যক্তি সম্পর্কিত বিষয়বস্তু এবং আশাবাদ। তাঁর কবিতাগুলোতে বিরহ-বিচ্ছেদের কষ্ট থাকলেও, তিনি বিশ্বাস করতেন যে এই কষ্ট স্থায়ী নয়।
এখানে শংকর ব্রহ্মের কবিতার কিছু বৈশিষ্ট্য বিস্তারিতভাবে আলোচনা করা হলো:
প্রেম ও আধ্যাত্মিকতা:
শংকর ব্রহ্মের কবিতায় লৌকিক প্রেমের পাশাপাশি আধ্যাত্মিক প্রেমের গভীরতা লক্ষ্য করা যায়। তিনি তাঁর কবিতায় প্রভু, প্রেমাস্পদ ও প্রশংসিত ব্যক্তি সম্পর্কিত বিষয়গুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
আশাবাদ:
শংকর ব্রহ্মের কবিতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আশাবাদ। তাঁর জীবনে দুঃখ-কষ্ট থাকলেও তিনি বিশ্বাস করতেন যে সবকিছু ভালো হবে।
বিরহ-বিচ্ছেদের কষ্ট:
শংকর ব্রহ্মের কবিতায় বিরহ-বিচ্ছেদের কষ্টও প্রকাশ পেয়েছে। তবে, তিনি এই কষ্টকে স্থায়ী মনে করতেন না।
বিষয়বস্তু:
তাঁর কবিতার বিষয়বস্তু হলো প্রেম, প্রকৃতি, মানব জীবন এবং আধ্যাত্মিকতা।
ভাষা ও ছন্দ:
শংকর ব্রহ্মের কবিতার ভাষা সহজ ও স্বাভাবিক এবং ছন্দের ব্যবহারও সাবলীল।
অন্যান্য বৈশিষ্ট্য:
তাঁর কবিতায় জীবনের বিভিন্ন দিক যেমন আনন্দ, দুঃখ, প্রেম, বিরহ, আশা ও হতাশাকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
শংকর ব্রহ্মের কবিতার আরও বৈশিষ্ট্য হলো, তিনি অল্প কথায় গভীর ভাব প্রকাশ করতে ভালোবাসেন, তাঁর কবিতায় জীবনের বিভিন্ন দিক যেমন – প্রেম, বিরহ, আনন্দ, দুঃখ, হতাশা, প্রতিবাদ, নৈতিক অবক্ষয় ইত্যাদি বিষয় স্থান পেয়েছে।
অল্প কথায় ব্যাপক ভাব প্রকাশ:
শংকর ব্রহ্মের কবিতাগুলি সাধারণত ছোট এবং সংহত, যেখানে অল্প শব্দে তিনি জীবনের গভীর অনুভূতি প্রকাশ করতে সক্ষম হয়েছেন।
প্রেম ও বিরহ:
তাঁর কবিতায় প্রেমের গভীরতা ও বিরহের বেদনার প্রকাশ বিশেষভাবে উল্লেখযোগ্য।
জীবন ও সমাজের প্রতিচ্ছবি:
তাঁর কবিতায় জীবনের বিভিন্ন দিক, যেমন – আনন্দ, দুঃখ, আশা, হতাশা, সমাজের প্রতিচ্ছবি ধরা পড়েছে।
আধুনিকতা:
শংকর ব্রহ্মের কবিতায় আধুনিক জীবনবোধ ও চিন্তাধারা প্রতিফলিত হয়েছে।
গল্প ও কবিতার মিশ্রণ:
তাঁর কবিতায় গল্পের মতো প্লট ও চাতুর্যপূর্ণ ভাষার ব্যবহার দেখা যায়।
মনস্তাত্ত্বিক বিষয়:
শংকর ব্রহ্মের কবিতায় মনস্তাত্ত্বিক বিষয় ও মানবিক সংকটগুলি বিশেষভাবে স্থান পেয়েছে।

লেখকের সৃষ্টি

ডিজিটাল কবিতা: একটি নতুন ধারার একটি নবজাতক (the nascent) || Sankar Brahma
ডিজিটাল কবিতা: একটি নতুন ধারার একটি নবজাতক (the nascent)? (জিওভানা

গোপী কোট্টুর || Sankar Brahma
গোপী কোট্টুর রাঘব জি নায়ারের জন্ম ১৯৫৬ সালে, তিরুবনন্তপুরম, কেরালায়।

জিত থাইল || Sankar Brahma
জিত থাইল (ভারতীয় কবি, ঔপন্যাসিক, সঙ্গীতজ্ঞ এবং গিটারিস্ট) ১৯৫৯ সালে

হাংরি জেনারেশন || Sankar Brahma
হাংরি জেনারেশন বাংলা সাহিত্যে স্থিতাবস্থা ভাঙার আওয়াজ তুলে, ইশতেহার প্রকাশের

কবিতার ইতিহাস ভূগোল || Sankar Brahma
কবিতার ইতিহাস ভূগোল [ কবিতা বিষয়ে মনীষীদের উক্তি ] কবিত্ব

ডিজিটাল কবিতা || Sankar Brahma
ডিজিটাল কবিতা (প্রথম পর্ব) ডিজিটাল কবিতা হল ইলেকট্রনিক সাহিত্যের একটি

কবিতার আধুনিক কয়েকটি ধারা || Sankar Brahma
কবিতার আধুনিক কয়েকটি ধারা (Some modern genres of poetry) ডিজিটাল

প্যাটার্ন কবিতা || Sankar Brahma
প্যাটার্ন কবিতা (Pattern poem) কাব্যিক ফর্ম (Poeticform) ছাঁচ কবিতা (Pattern

মানুষ এত গরীব কেন || Sankar Brahma
মানুষ এত গরীব কেন সায়ন সকালবেলা এসে বারান্দায়দাঁড়াল। তার বয়স

কবিদের প্রতি আহ্বান || Sankar Brahma
কবিদের প্রতি আহ্বান কবিতা বিজ্ঞান নয় যে H2O মানেই জল

চাক্ষুষ কবিতা || Sankar Brahma
চাক্ষুষ কবিতা (Visual Poetry) Visual Poetry (চাক্ষুষ কবিতা) কবিতার একটি

সাকার বা মূর্ত কবিতা || Sankar Brahma
সাকার বা মূর্ত কবিতা (Concrete Poetry) কংক্রিট কবিতা হল ভাষাগত

রবার্ট লি ফ্রস্ট || Sankar Brahma
রবার্ট লি ফ্রস্ট ২৬শে মার্চ, ১৮৭৪ সালে সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া,

কবিতার হাতিয়ার || Sankar Brahma
কবিতার হাতিয়ার কবিতা হচ্ছে, কবির ভাষ্য। কবি সেই ভাষ্য তার

কবিতা-চিন্তা || Sankar Brahma
কবিতা-চিন্তা কবি ‘ম্যান্ডি কান’ থাকেন – টরন্টো, অন্টারিও, কানাডায়। ডিজিটাল

হ্যারল্ড পিন্টার সিএইচ সিবিই || Sankar Brahma
হ্যারল্ড পিন্টার সিএইচ সিবিই ১০ই অক্টোবর ১৯৩০ সালে, হ্যারল্ড পিন্টার,

মুক্তগদ্য কবি হওয়ার কারণ || Sankar Brahma
মুক্তগদ্য কবি হওয়ার কারণ লেখক কোন গাছপালা নয় যে তা

আমেরিকান কবি জেন হার্শফিল্ড || Sankar Brahma
আমেরিকান কবি জেন হার্শফিল্ড সত্তর দশকের বিশিষ্ট আমেরিকান কবির নাম

বাঘের বাচ্চা || Sankar Brahma
বাঘের বাচ্চা পাটুলি খাল-পাড়ের বাজারটা খুব বড় নয়। খালের ধার

চিনুয়া আচেবে (ˈtʃ ɪ n w ɑː ə ˈtʃ ɛ b eɪ) || Sankar Brahma
চিনুয়া আচেবে (ˈtʃ ɪ n w ɑː ə ˈtʃ ɛ

ভালো লেখার নীতি || Sankar Brahma
ভালো লেখার নীতি ভাল লিখতে হলে, আপনাকে আপনার প্রিয় বিষয়

কবি ফররুখ আহমদ || Sankar Brahma
কবি ফররুখ আহমদ ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ই জুন বর্তমান

শংকর ব্রহ্মর একশত লতিফা || Sankar Brahma
শংকর ব্রহ্মর একশত লতিফা আমরা ধীরে ধীরে সংক্ষিপ্ত কবিতার দিকে

ছাব্বিশটি লিমেরিক কবিতা || Sankar Brahma
ছাব্বিশটি লিমেরিক কবিতা লিমেরিক (Limerick) হল এক ধরনের ছড়া, যা

কালচক্র || Sankar Brahma
কালচক্র আমার নাম বাণী সাহা। সেবার বড়দিনে, পাড়ার ‘কিশোর মহল’

সাহিত্যে আগমন আমার || Sankar Brahma
সাহিত্যে আগমন আমার সাহিত্যের নেশা আমার আমার মাথায় ঢোকে স্কুল

আলবার্তো মোরাভিয়া || Sankar Brahma
আলবার্তো মোরাভিয়া ২৮শে নভেম্বর ১৯০৭ সালে ইতালির রোমের ভায়া সাগাম্বাতিতে

আল মাহমুদ || Sankar Brahma
আল মাহমুদ (আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কবি) আল মাহমুদ ১৯৩৬

সাদাত হোসাইন || Sankar Brahma
সাদাত হোসাইন (বাংলাদেশের জনপ্রিয় তরুণ গল্পকার ও ঔপন্যাসিক) ২১ মে,

আসাদ চৌধুরী || Sankar Brahma
আসাদ চৌধুরী (বাংলাদেশের বিখ্যাত কবি ও ছড়াকার) আসোয়া লেকরিচ হাসপাতালে,

মার্জার কাহিনি || Sankar Brahma
মার্জার কাহিনি জনপ্রিয় একজন বিখ্যাত লেখকের বাড়িতে অপূর্ব সুন্দর একটি

বাঞ্ছারাম ও ননীর মা || Sankar Brahma
বাঞ্ছারাম ও ননীর মা বয়স আমার চল্লিশ পেরোতেই শরীরে মেদ

দুর্গতিনাশিনী || Sankar Brahma
দুর্গতিনাশিনী আশ্বিন মাস। নদির দু’ধারে আর জেগে ওঠা চরে কাশফুল

আরজ আলী মাতুব্বর || Sankar Brahma
আরজ আলী মাতুব্বর ১৯০০ সালের ১৭ই ডিসেম্বর (বাংলা ১৩০৭ বঙ্গাব্দের

পদাতিক কবি’ সুভাষ মুখোপাধ্যায় || Sankar Brahma
পদাতিক কবি’ সুভাষ মুখোপাধ্যায় কবি সুভাষ মুখোপাধ্যায় ১৯১৯ সালের ১২ই

হলধর নাগ || Sankar Brahma
হলধর নাগ (‘পদ্মশ্রী’ সম্মানপ্রাপ্ত কোশলি ভাষায় কবি) “প্রেমের পরশে সবাই

স্মৃতিসৌধ || Sankar Brahma
স্মৃতিসৌধ অনেকদিন আগেকার কথা। দয়া নদীর ধারে ধৌলি পাহাড়ের নিকট

স্যার আর্থার কোনান ডয়েল || Sankar Brahma
স্যার আর্থার কোনান ডয়েল শার্লক হোমসের স্রষ্টা “স্যার আর্থার ইগনেতিয়াস