দাঁড়িয়ে ই থাকে
এখন বৃদ্ধ
ঝাপসা চশমা চোখে
মর্চে ধরেছে হৃদয়ে
নন্দী পাড়ার পথটি তে পাহারা
তার চোখেও জল
অশ্রু আকন্ঠ চিল চিৎকার
মানুষ,প্রতিবেশি,পাখিদের কাছে
কাল রাতে মারা গেছে
সেই পাগলা টা
প্রতিটি মানুষের ভেতরের পাগলা টা
কাছে দুরে কেউ নেই
চাঁদ,তার জ্যোৎস্না পুকুর থেকে জল কুড়িয়ে দিছে চোখে মুখে
তারা নক্ষত্রেরা সারি বদ্ধ দাড়িয়ে পালন করছে নিরবতা