ঐ লোকটাকে আর লোক বলতে ইচ্ছে হচ্ছেনা।
ওটা একটা আস্ত মাল,
মালটা স্বার্থ আর ধান্দা ছাড়া কিচ্ছু বোঝেনা;
এইরকম মানুষগুলোকে মানুষ এবং মহামানুষ
বলে মনে হতো এযাবৎকাল।
আর আমার মতো মানুষদের মনে হতো পশু,
ক্রমানুপাতে সময় তাঁহাদের চরিত্র দর্শায়।
গরু ছাগলের মত খেটে খাওয়া মানুষগুলো-
ধীরে ধীরে মানুষ হয়ে উঠছে,
আর ঐ ভদ্র ধারী মানুষগুলোর
পশুর মতো আসল পরিচয় বেরিয়ে আসছে।
ঐ মাল নামক পশুটা
এখন সম্পূর্ণ পশুতে রূপান্তরিত হয়েছে।