অবগুণ্ঠনে মুখখানি ঢেকে
কাছে আসো তুমি শেষে ,
চক্ষু ফেরালে দূর হতে তুমি
চেয়ে থাকো অনিমেষে !
এভাবে কেন নয়নের ডোরে
বেঁধে রাখো মোরে প্রিয়…
এ আঁখির অনুনয় বাণী
হৃদয়ে রইবে স্মরণীয় !
মন-মন্দিরে মুরতি আঁকি
হৃদয় অর্চনায় তোমারে সেবি ,
ভালোবেসে মোরে দেখো একবার
হে মোর পাষাণ-দেবী !
শ্রাবণ ফুরায় ধীরে-ধীরে
ক্লান্ত হয় মেঘের আনাগোনা…
তোমা পানে চেয়ে ভাবি মনে-মনে
এ পথ তো মোর অজানা !
প্রেম যমুনার ভেলায় ভেসে ভেসে
ঢেউয়ের লীলায় মেতে থাকো….
তবু, কাছে যখনি আসো প্রিয়
অবগুণ্ঠনে কেন মুখ ঢাকো !