গলার ভেতর
আগুন টুকরো ও বরফ সন্দেশ
এভাবেই ঋতুগুলো নাগরদোলা হয়
আদিম সময় থেকেই
পোশাক পাল্টাই অনুপল
অদৃশ্য সুতো সব
ওঠে…
নামে…
কান্না হাসির মশলাগুলো
রোদে দিই বারবার
জল দিই
নিম আর গোলাপ চারায়
অবসরে
আলোর দানা কুড়িয়ে ভরে দিই
বিবর্ণ পুতুলের চুবড়িতে
আনন্দ আঁকড়ে
লতানো নদী আকাশ ছুঁয়ে যায়