উগড়ে দিচ্ছে ক্ষোভ বেড়েছে সীমাহীন হতাশা,
ঈর্ষায় জ্বলছে আপাদমস্তক লঙ্ঘিত শালীনতার ভাষা।
শিষ্টতার বেঁধেছে বাঁধ হিংসার আগুনে জ্বলছে,
লাজলজ্জার নেইকো বালাই ঘৃণার পারদ গলছে।
মানবিকতা গেছে উবে কটুক্তিতে দিয়েছে শাণ,
প্রকট অন্তরের নগ্নতা শাণিত বিদ্বেষের অগ্নিবাণ।
জ্ঞানের আলো গেছে নিভে মনের আঁধার বিষম জ্বালা,
তর্ক বিতর্ক খোঁজে ছল চুলচেরা অজুহাতে-
অন্যের সুখে হয়না সুখী মিথ্যে যুক্তির মালা গাঁথে,
কথায় কথায় ফন্দি ফিকিরের হাস্যকর জিগির তোলে।
মুখ ও মুখোশের অন্তরালে লুকিয়ে থাকে দৈন্যতা,
ভন্ডের পোশাক পড়ে আয়নাকে বোঝে ভুল।
সংযমের রাশ গেছে খুলে বিবেক চেতনাহীন
রক্তবীজ বয়ে চলে শিকড়ের রাশ টেনে;
বিষবৃক্ষ পুঁতেছে মনে বিস্তার অক্ষয় অপরিসীম।
স্বার্থের সিদ্ধিতে স্বার্থপরের মতো করে চিল চিৎকার,
সভ্য সমাজে বেমানান, জানাই ধিক ধিক ধিক্কারে।