রামায়ণ : লঙ্কাকাণ্ড – রাবণের অম্বিকা-স্মরণ
এত দেখি কোপে কাঁপে বীর দশানন।
চাপে চড়াইয়া বাণ করে বরিষণ।।
আচ্ছন্ন হইল রবি নাহি চলে দৃষ্টি।
বাণ বর্ষে যেন মেঘ বরিষয়ে বৃষ্টি।।
বাণে বাণে ক্ষত অঙ্গ যতেক বানর।
তাহা দেখি হনুমান ক্রোধিত অন্তর।।
লাফ দিয়া রাবণের সম্মুখে পড়িল।
বজ্রের সমান কিল রাবণে মারিল।।
মার খেয়ে দশানন হারায় চেতন।
ধূলায় লোটায়ে করে রুধির বমন।।
চেতন পাইয়া কিল হনুমানে মারে।
রাম জয় বলিয়া আপনি বীর সারে।।
এইরূপে কতক্ষণ হইল সংগ্রাম।
পরেতে সংগ্রাম আসি করেন শ্রীরাম।।
বাণে বাণে ক্ষতদেহ হৈল দুজনার।
দশানন সমর সহিতে নারে আর।।
অচৈতন্য হয়ে পড়ে ধূলায় ধূসর।
অম্বিকারে স্তব করে হইয়া কাতর।।