রামায়ণ : লঙ্কাকাণ্ড – মহামায়া কর্ত্তৃক হনুমানকে রাম লক্ষ্মণের উদ্ধারের উপদেশ দান
এত বলি মারুতি যে হইল বিদায়।
মহামায়া মন্দিরেতে অবিলম্বে যায়।।
পক্ষীরূপে কহিলেন যোগাদ্যার কাণে।
মহী বেটা আনিয়াছে শ্রীরাম লক্ষ্মণে।।
নরবলি দিবে শুনি বেলা দ্বিপ্রহরে।
আপনি কি এই আজ্ঞা করেছে মহীরে।।
সবংশে মারিব মহী দেখিবে পশ্চাতে।
ডুবাব তোমারে জলে মন্দির সহিতে।।
রামের কিঙ্কর আমি সুগ্রীবের দাস।
এত শুনি দেবীর ঈষৎ হৈল হাস।।
মহাদেবী কহিছেন অতি সঙ্গোপনে।
পবিত্র হইল পুরী রাম-আগমনে।।
অশেষ পাপের পাপী এ মহীরাবণ।
দেব দ্বিজ ধর্ম্ম হিংসা করে অনুক্ষণ।।
নিশাচর নাশিতে শ্রীরাম-অবতার।
রামেরে আনিল মহী হইতে সংহার।।
মহী বিনাশের যুক্তি শুন হনুমান।
যখন আনিবে রামে দিতে বলিদান।।
রামেরে কহিবে কর দেবীরে প্রণাম।
প্রণাম না জানি যেন কহেন শ্রীরাম।।
রাম কহিবেন শুন হে মহীরাবণ।
দেখাইয়া দেহ দেখি প্রণাম কেমন।।
প্রণাম করিবে মহী দেখাতে রামেরে।
অষ্টাঙ্গ লোটায়ে রবে ভূমির উপরে।।
হেঁটমুণ্ডে পড়ে মহী প্রণাম করিবে।
তুমি লয়ে এই খড়্গ মহীরে কাটিবে।।
দেবী বলিছেন বাছা এই যুক্তি সার।
শ্রীরামের কর্ণে গিয়া কহ সমাচার।।
শ্রীরাম শিবের গুরু আমি তাহা জানি।
শিব রাম অভেদ কহেন শূলপাণি।।
অনাথের নাথ রাম জগতের সার।
পলকে উৎপত্তি স্থিতি জগৎ সংসার।।
যোগে যোগাধার রাম কালে মহাকাল।
রাম-আগমনে ধন্য হইল পাতাল।।
মূঢ়বুদ্ধি মহী চাহে রামে দিতে বলি।
অবশেষে হবে যাহা জানি তা সকলি।।
দেবীরে প্রণাম করি হনুমান গেল।
শ্রীরামের নিকটেতে উপনীত হৈল।।
যেখানে আছেন বন্দী শ্রীরাম লক্ষ্মণে।
কহিল দেবীর কথা দুজনার কাণে।।
উপায় কহিয়া দেবী দিলেন মন্ত্রণা।
যখন করিবে মহী দেবী-আরাধনা।।
যখন লইয়া যাবে তোমা দোঁহাকারে।
সেইক্ষণে আমি গিয়া প্রবেশিব ঘরে।।
মক্ষীরূপ হইয়া থাকিব অলক্ষিতে।
আসিবে মহীরাবণ দেবীরে পূজিতে।।
প্রণাম করিতে কবে সমাপিয়া পূজা।
প্রণাম না জানি, মোরা রাজপুত্র রাজা।।
কিরূপে প্রণাম করে কিছুই না জানি।
প্রণাম করিয়া রাজা দেখাও আপনি।।
প্রণাম করিবে রাজা দেবী-বিদ্যমান।
মুণ্ড কাটি তখনি করিব দুইখান।।
তোমাদের বাক্যে যদি না করে প্রণাম।
সবংশে বধিব বেটায় করিয়া সংগ্রাম।।
বুকে হাঁটু দিয়া মুণ্ড ফেলিব ছিঁড়িয়া।
যাইব মহীর রক্তে দেবীরে পূজিয়া।।
মারুতির বচনে হরিষ দুই ভাই।
তোমা হৈতে সঙ্কটেতে পরিত্রাণ পাই।।
এই যুক্তি করিয়া রহিল তিনজন।
দেবীরে পূজিতে মহী করিলা গমন।।
আদেশিয়া আনাইল শ্রীরাম লক্ষ্মণে।
দুজনারে রাখে এনে দেবীর দক্ষিণে।।
হেনকালে হনুমান প্রবেশিল ঘরে।
অলক্ষিতে রহিলেন দেবীর প্রান্তরে।।
পূজা করিবারে রাজা বসিল আসনে।
প্রতিমার আড়ে থাকি হনু দেখে শুনে।।
নিকট হইল কাল সে মহীরাবণে।
কৃত্তিবাস বিরচিল গীত রামায়ণে।।