রামায়ণ : লঙ্কাকাণ্ড – শুক সারণের প্রতি রাবণের কোপ
কোপে কহে লষ্কেশ্বর, মৃত্যুর নাহিক ডর,
শত্রুর প্রশংসা বারে বারে।
কি ছার মিছার নর, ভয়ে কাঁপে চরাচর,
সদা খাটে আমার দুয়ারে।।
স্বর্গ মর্ত্ত্য ত্রিভুবনে, দেবতা গন্ধর্ব্বগণে,
যক্ষ কি কিন্নর বিদ্যাধর।
কম্পিত আমার ডরে, কি ভয় বানর নরে,
কি বলিব হীনবুদ্ধি চর।।
কপি দেখি লক্ষ লক্ষ রাক্ষস জাতির ভক্ষ্য,
তারে ভয় কর কি কারণে।
শ্রীরাম লক্ষ্মণ দোঁহে, বলে সমতুল্য নহে,
ইঙ্গিতে বধিব এক বাণে।।
কুপিলে কুমার ভাগে, কে আসি যুঝিবে আগে,
ভয় কর মানুষ বানরে।
কৃত্তিবাস রচে গীত, দশানন ক্রোধান্বিত,
বারে বারে ভৎসে দুই চরে।।