রামায়ণ : লঙ্কাকাণ্ড – শ্রীরামের কল্যাণার্থ দেবকণ্যাদির আগমন
রতি সতী হৈমবতী, লীলাবতী, ভানুমতী,
ইত্যাদি অনেক দেব-রামা।
আইলেন অযোধ্যায়, দাস দাসী সঙ্গে যায়,
বসন ভূষণে নিরুপমা।।
হাতে লয়ে দূর্ব্বা ধান, রামের সম্মুখে যান,
শ্রীরামের করিতে কল্যাণ।
জয় জয় রঘুবীর, পতি হও পৃথিবীর,
পৃথিবীতে তব গুণগান।।
পৃথিবীতে জন্ম নিলা, নরলীলা প্রকাশিলা,
তুমি লক্ষ্মীপতি নারায়ণ।
কি করিব আশীর্ব্বাদ, পূরিল মনের সাধ,
করিলাম তব দরশন।।
আসিয়া কিন্নরীগণে, অভিষেক নিমন্ত্রণে,
করিল রামের গুণগান।
বিদ্যাধর বিদ্যাধরী, আসিয়া অযোধ্যাপুরী,
নৃত্যগীত বাদ্যের বিধান।।
যত রাজা প্রজাগণ, সকলে আনন্দ মন,
শ্রীরামের অভিষেক-দিনে।
নানা অর্থ বিতরণে, সন্তুষ্ট ব্রাহ্মণগণে,
অভিষেক কৃত্তিবাস ভণে।।