প্রতিক্ষণে লুকোচুরি খেলা
হয়তো জেনেশুনেই চলছে এই খেলা!
কুয়াশার চাদর ঘেরা প্রভাতে
দেখা যায় না কোনো কিছুই,
জানি সবকিছু আছে অন্তরালে;
একরাশ শূন্যতা ঘিরে রেখেছে চারিধারে!
তবুও রোদের প্রত্যাশা করা নিষেধ আছে,
ও যে আজ বড়ো অভিমানী….!
প্রতিক্ষণে লুকোচুরি খেলা
হয়তো জেনেশুনেই চলছে এই খেলা!
কুয়াশার চাদর ঘেরা প্রভাতে
দেখা যায় না কোনো কিছুই,
জানি সবকিছু আছে অন্তরালে;
একরাশ শূন্যতা ঘিরে রেখেছে চারিধারে!
তবুও রোদের প্রত্যাশা করা নিষেধ আছে,
ও যে আজ বড়ো অভিমানী….!