বন্ধুরা বলেছিল কালো,
সে কেমনতর কালো? কুচকুচে… দাঁড়কাকের মত
একবার দেখে এলে হত না।
বন্ধুরা বলেছিল বড় নিকৃষ্ট
কেউ বলেছিল অসহায়,
হাসাহাসি হয়েছিল অনেকক্ষণ।
আমার রঙটা কি কালো না বাদামী?
বন্ধুরা হেসে বলেছিল গোলাপী ,
আপনি কি আপনার রূপটাকে আয়নায়
দেখেছেন? আমার ঘরে কোন আয়না নেই ।
আপনার শরীরের রক্তের রঙ কি লাল ?
হিমোগ্লোবিন আছে তো?
অনেকদিন ভেবেছিলাম মোলায়িসার সাথে
দেখা করব, ওর কালো রঙটাকে একবার
দেখে আসব, সময় হয়নি… ওকে বলেছিলাম
ঘুরে যেতে , শেষ বেলাতেও আসল না…
বলে গেছে শুধু আমি কালো….
সে তো জানি কালো ,কিন্তু কেমন তর কালো
শাদা আলোর পেছনের ছায়ার মতো ,
আমার চুলের মতো কুচকুচে, দাঁড় কাকের মতো…
না বড্ড জ্বালালে, ওলে শয়িঙ্কাকে ডেকে
জিগ্যেস করো তুমি কেমন?
আলকাৎরার মতো, নাকি কয়লার মতো ,
দূর টেলিফোনে ভেসে ওঠে ক্ষীণ আওয়াজ
আমি কালো,
দাঁড় কাকের মতো কিংবা আলকাৎরার মতো নয়
আমি কুচকুচে কালো,
গায়ে ছাপ মাখা আমি “আফ্রিকী কালো।’