নারী হলে গুণবতী সংসার সুখের অতি
প্রবাদ বচন বলে জানি,
অলস সুপুরুষ যিনি কর্মেতে নাহি তিনি
অকর্মক বলে সবে মানি।
রূপের বহ্নিতে নারী অহঙ্কারে পায়া ভারী
সুখ কারে দিতে নাহি পারে,
রূপের কদর রাখে গুণ যদি সাথে থাকে
সমাদৃতা সকলের দ্বারে।
আচার আচরণে নারী ব্যবহারে কথনে
সুসংহত সুসংস্কৃত হলে,
গুণবতী বিদূষিনী সুলক্ষণা যে রমনী
সমাজে বরণীয়া বলে।
ঝুড়ি ঝুড়ি বিদ্যে রয় মুখে কটু কথা কয়
রূপের মানটা নাহি পায়,
মিষ্টভাষী যেবা থাকে সকলেরে প্রীতি মাখে
মমতার ধারাপাতে ছায়।
বিদ্যা ধনের সাথে গুণটা যদি থাকে তাতে
নর নারী উভয়ের মাঝে,
সংসারে সুখের সাথে স্বস্তিটাও থাকে তাতে
শান্তিময় স্নিগ্ধ ছবি সাজে।
রূপ নেহারি গুণ বিচারি ভাবধারা সারি
হৃদ মাঝারে যারাই রাখে ,
শান্তি সুধার মধুর গীতি লভে তাঁরা নিতি
প্রেম প্রীতির সুবাস মাখে।