বিশ্ব-ভারতী গড়ে তুমি
নাম করলে বেশ,
স্কুল ছুট হয়েও তোমার
পড়া হয় না শেষ।
ছোট শিশু হলেও মোরা
বুঝতে পারি সব,
তোমার লেখা সহজপাঠ
পড়েই করছি অনুভব।
রবি ঠাকুর, রবি ঠাকুর
মুখে কেন এত দাড়ি?
দেখে তোমায় কবি তো নয়
মনেহয় ভিখারি।
আলখাল্লা দিলে গায়ে
আবার মনেহয় দরবেশ,
রূপের বাহার দেখি তোমার
সাদা আবার কেশ।