শ্যামল কোমল মুখখানি ঘিরে গুচ্ছ অলক দাম ,
না মানে শাসন না মানে বাঁধন উচ্ছল উদ্দাম ।
তারি মাঝে শুধু কপালে তোমার টুকটুকে লাল টিপ,
জলোচ্ছ্বাসের মাঝে জেগে থাকা ছোট একখানি দ্বীপ।
অপূর্ব ঐ ভ্রূমধ্য দেশ হাতছানি মনোলোভা
ছোট্ট টিপের মরি কী বাহার বাড়ায় মুখের শোভা।
মোহময় টিপে মায়াময় ছোঁয়া যেন এক রূপকথা,
কলমীর দামে জড়ানো বিকেলে কিশোরীর কথকতা।
ছোট্ট টিপের মায়াবী ছোঁয়ায় পরশের উত্তাপ,
সব রিক্ততা শুষে নেয় মন থাকে না কো সন্তাপ।
আকাশের চাঁদ এসেছে কী নেমে ভ্রূমধ্য দ্বীপে আজ!
দুচোখের মায়া মুগ্ধ করেছে কাঙ্ক্ষিত কারুকাজ।
ছোট একখানি সিঁদূরের টিপ মুছে দিয়ে রিক্ততা,
কয়ে যায় কত মায়ার বাঁধনে মোহময় রূপকথা।
সূর্যকে ঘিরে সূর্যমুখী যে ধীর লয়ে ওঠে ফুটে,
তোমার টিপের লাল রঙ নিয়ে ভোরের সূর্য ওঠে।