ঠাম্মি যবে তুষার দেশের গল্প বলে
চোখ করে গোল সোনা ভারী খুশি
তুষার কন্যা রূপে সেরা মিষ্টি মেয়ে
দেখলেই মনটা গলে।
সাতটি বামুন রয় সদা তাঁর পাশে
গরম আলখাল্লা যে গায় সেঁটে রয়
তুষার কনে সনে খেলা ধূলা করে
মুখটি ভরে হাসে।
দৈত্য যে এক দেখে আকাশ পথে
রূপে আলো ভারী সুন্দর সে মেয়ে
সাঁই সাঁই করে এসে ছোঁ মেরে
নিলো তুলে রথে।
দূর দেশে ঘন বনে গুহার আড়ে
তুষার কন্যা বন্দি হয়ে কান্না করে
পক্ষিরাজে চড়ে যায় যে রাজ পুত্র
শুনে দাঁড়ায় দ্বারে।
রূপে আলো বন মাঝে কে এ মেয়ে
রাজ পুত্র অবাক হয়ে চেয়েই থাকে
এক পলকে মন খানা তাঁকে ঘিরে
ভালোলাগায় যায় ছেয়ে।
স্বপ্ন বুনে মধু রসে আপন মনে
মুগ্ধ চোখে প্রেম ছবি কত আঁকে
রাখবে তাঁকে হৃদি ঘরে রানি করে
প্রেম পিরিতি সনে।
দৈত্য কিন্ত এলো ছুটে টের পেতে
তুমুল যুদ্ধ চলে সেথা সাতটি দিন
রাজ পুত্র জয়ী হলে দৈত্য বধে
আনন্দে উঠলো মেতে।
অশ্ব পিঠে কন্যা নিয়ে নিজ দেশে
সাত সমুদ্র তেরো নদী পার হয়ে
রাজ পুত্র যে পক্ষীরাজে দ্রুত চলে
দারুণ খুশির রেশে।