গন্তব্য অনির্দিষ্ট-
উদভ্রান্ত পদচারণ,
জীবনের হিসাব নিকাশ
পুরোটাই গরমিল।
প্রেমের হাতছানি –
সম্পূর্ণটাই কুহকিনী,
শরীরী প্রেমের উষ্ণতা
সেঁকে নেওয়া পাঁপড়।
নেতিয়ে যাওয়া ইচ্ছা –
ফের জাগরনের চেষ্টা,
শিরায় উত্তেজনা প্রবাহ
তেলের বিজ্ঞাপণ।
অমুক, তমুক ওষুধ-
উত্তেজনার পারদ চড়চড়,
রিপুর উচ্চাসন
কিডনির সংক্রমণ।
সমাজ মাধ্যম সক্রিয় –
বিজ্ঞাপনে নারী শরীর,
রন্ধ্রে রন্ধ্রে উষ্ণতার হাতছানি
পরপারে বিষ্ণুর অবতার।।