ভারতবর্ষ, সুবিশাল এক রাষ্ট্র যন্ত্র ।
আজ ২৬ শে জানুয়ারি, দিবস প্রজাতন্ত্র ।
রাজতন্ত্রের পতন আর গনতন্ত্রের উত্থান ,
স্থির করিলো সংবিধান ।
নিবেদিত প্রাণ ,
প্রজার জন্য, প্রজার হিতে ।
কিন্তু কল্পনা আর বাস্তবের অবস্থান ,
সদাই বিপরীতে ।
রীতিমত যুদ্ধের আহ্বান ,
সমাজ সেবিতে ।
বর্তমান রাজনীতিতে ,
নেতার আগমন রাজার ভূমিকায় ।
ভোট আসে, ভোট যায় ,
নেতা নাহি বদলায় ।
পরিবর্তন যা কিছু, সবই লোক দেখানো ।
অগ্নুৎপাতের বিস্ফোরণ যাতে যায় ঠেকানো ।