রামায়ণ : আদিকাণ্ড – গঙ্গার মাহাত্ম্য বর্ণন
জাহ্নবী জননী দেবী, আইলেন এই ভুরি,
এ তিন ভুবনে প্রতিকার।
সুর-নর নিস্তারিণী, পাপ-তাপ নিবারিণী,
কলিযুগে হেন অবতার।।
ধন্য ধন্য বসুমতী, যাহাতে গঙ্গার স্থিতি,
ধন্য ধন্য ধন্য কলিযুগে।
শতেক যোজন থেকে, গঙ্গা গঙ্গা বলি ডাকে,
শুনে যমে চমৎকার লাগে।।
পক্ষিগণ থাকে যত, তাহা বা কহিব কত,
করে সদা গঙ্গাজল পান।
দূরে রাজচক্রবর্তী, যার আছে কোটি হস্তী,
সেহ নহে পক্ষীর সমান।।
গয়াক্ষেত্র, বারাণসী, দ্বারকা মথুরা কাশী,
গিরিরাজ গুহা যে মন্দার।
এ সব যতেক তীর্থ, বিষ্ণুর সম মহত্ত্ব,
সর্ব্বতীর্তে গঙ্গাদেবী সার।।