রামছাগলের পেটে ক্ষিদে
ভাবছে বসে তাই,
বৃক্ষ সকল উঁচু উঁচু
কেমন করে খাই।
কাল ছাগলটা খেয়েছিল
তাজা ব্রাহ্মী শাক ,
দুষ্টু বুদ্ধি নড়ে উঠে
লম্বা হওয়া যাক।
মগজ তখন নির্দেশ দিল
গাড়ির উপর চড়,
গাছের পাতায় পেট ভরাবি
শক্ত করে ধর।
রামছাগলের পেটে ক্ষিদে
ভাবছে বসে তাই,
বৃক্ষ সকল উঁচু উঁচু
কেমন করে খাই।
কাল ছাগলটা খেয়েছিল
তাজা ব্রাহ্মী শাক ,
দুষ্টু বুদ্ধি নড়ে উঠে
লম্বা হওয়া যাক।
মগজ তখন নির্দেশ দিল
গাড়ির উপর চড়,
গাছের পাতায় পেট ভরাবি
শক্ত করে ধর।