চারপাশ নির্জন হলে ছুঁয়ে দেয়
ঝর্ণা থেকে ভেসে আসা আশ্চর্য্য স্নানগান
সম্মোহনের দুর্বোধ্য মায়ায় ডুবে গেলে
দু’চোখে পলক পড়তে থাকে ঘন ঘন
আকাশ থেকে নক্ষত্র খসে পড়লে
নিঃশব্দ নাক্ষত্রিক আলোয় ভেসে যায়
নিঃঝুম নিমগ্ন রাত্রি
ক্ষতের যন্ত্রণায় শুশ্রুষা মেখে মেখে
তীব্র করে রাখে সব স্বপ্ন
মেঘ ভেসে যেতে যেতে মিলিয়ে যায়
মাথার উপর দিয়ে উদ্যম হাওয়ায়
আকাশের দিকে চোখ মেলে থাকে গাছেরা
চোখের আরশিতে ফুটে ওঠে রাত্রির দীর্ঘ ছায়া ।
গায়ে আকাশ মাখছি,বাতাস মাখছি
আর নাক্ষত্রিক আলোয় মাখছি রাত্রি ছায়া ।