রাতের বেলা স্বপন ভেলা কথাই বলে
মনের কোনে অযুত ব্যথায় হৃদয় দোলে।
আপন জনে আর কি চেনে তার কি বুঝি
রাত্রি ঘনায় চোখের তারায় দু- চোখ বুঁজি।
ঘুম আসেনা একলা শুয়ে বন্ধ ঘরে
স্বপ্ন নয়কো সত্যি কথাই আসছে তেড়ে।
বলবে কি সে ঘুম তাড়ানো অন্ধকারে
ভাবনারা সব মনের ঘরে যে ভীড় করে।
রাত প্রভাতের আশায় বসে ভাবছিটা কি
রাতের পাখি দুয়ার খুলে আসবে নাকি।
যা হয় হবে দুয়ার খুলে তাকেই ডাকি
আঁধার চিরে আমার ঘরে কাকে দেখি।
কিশোর বেলার সেই যে ছিলো খেলার সাথী
আপন মনে ঘরের কোনে এলো নাকি।
আসলো সে কি গান শোনাতে স্বপ্ন দেখি
আধো ঘুমে সত্যি সে গান শুনছি নাকি।
সার বুঝেছি রাতের স্বপন সবই ফাঁকি
তবুও প্রতি রাতেই তারে কাছে ডাকি।
রাতের বেলা মধুর খেলা খেলছি নাকি
রাত্রি গুলো আপন ভুলো বলছিটা কি।
স্বপ্ন সে তো স্বপ্নই হয় সত্যি নাকি
তবুও ভাবি স্বপ্ন দেখেই যেন জাগি।
স্বপ্ন নিয়ে সবাই বাঁচে ক্ষতিটা কি
বাস্তবের এই দুঃখ ব্যথা ভুলতে থাকি।।