আজব দেশের আজব রাজা
নামটি মিস্টার ক্লিন,
ময়লা তার লাগে না গায়,
ঢাললেও ডাস্টবিন।
নিজের দলের লোক যে ছাড়া,
অন্যের বাজে গন্ধ,
গন্ধ শুঁকে ধরতে হবে
গন্ধ যাদের মন্দ!
রাজ্য ছাড়া করতে হবে,
যাদের হবে সন্ধ,
ঘরে ঘরে তল্লাশি চালায়
সেপাই যে তার নন্দ!
সেপাই পাঠাও দেখে দেখে,
গন্ধ বিচার করে,
গন্ধ শুঁকে, আনো ধরে
রাজায়-নিন্দে করে।
রাজা বলেন,একটি দল
থাকবে আমার দেশে,
সবার মুখে একই ভাষা,
ঘুরবে একই -বেশে।
একই দলের গায়ে থাকবে
একই রকম গন্ধ,
তবেই হবে, স্বচ্ছ স্বদেশ,
দলাদলি সব বন্ধ!