মনের দখিন দরজা খোলো বসন্ত এলো বাতাসে,
মান-অভিমান স্পর্শ ছোঁয়া দামাল হাওয়ার ফাঁসে।
তোমার চোখে উতল হাওয়া ফাগুন রাঙা বসন্ত ,
পলাশ- শিমুল ঐ ফুটেছে তবু মন কেন অশান্ত?
চলো যাই ছুটে প্রকৃতি মাঝে,ব্যাকুলতায় ভরে মন,
দুহাত ভরে মাখাবো আবির,সমুদ্র বুক আলোড়ন।
ফুটপাতে ভোর ত্রিপল ঘেরা,অনাথ শিশু ফুল দল,
স্বপ্ন বুকে কোকিল ডাকে,আবির রঙে রাঙাই চল।
দু মুঠো ভাত যোগান দিয়ে খেলবো আবির বসন্ত
মানবো না বাধা,জীবন ধাঁধা কেবল দাঁড়ি – হসন্ত।
উৎসব মুখর জীবন যাপন,তবু হতাশা মুখের ঢল,
অপুষ্টি- ফ্যাকাসে মুখে খুশির রং কি মানায় বল!
ফাগুনে আলোড়িত মন,ব্যাকুলতায় দিচ্ছে ডাক,
রঙ প্রলেপে যা কিছু অশুভ,চিরতরে নিপাত যাক।
রঙিন হৃদয় মাতোয়ারা,মেতেছে দোলে কৃষ্ণ রাই,
চল সখী আবির খেলি,মাতাল ফাগুনে মন হারাই।
প্রকৃতির সাজ প্রেমিকারূপে ঋতুরাজের অভিসার,
আড়ালে প্রিয়া হারালে মন আনচান,প্রেম দরকার।
মনের হরষে আবির পরশে রাঙিয়ে দেবার বেলা,
কই সব তোর মাখিস নি রং,আজ যে দোল খেলা।
আগুন ফাগুন মাতাল মন,রঙিন হওয়ার শুভক্ষণ,
হরেক সাজ রামধনু রঙ,তুলছে হৃদয়ে আলোড়ন।
বেঁচে থাকুক রঙ,হিল্লোল-কোলাহল,বন্ধুত্ব স্রোতে,
ভালোবাসা হোক উচ্চারিত উৎসব মুখর ঠোঁটে।
দাও রাঙিয়ে এ দোল উল্লাস,আগুন ফাগুন বসন্ত,
পলাশ শিমুল কৃষ্ণচূড়ার রূপে পাগল মন অশান্ত।
হাত বাড়ালে বন্ধু পাশে রঙিন অনুভবে দিও ডুব,
অপেক্ষার হোলি পার হলেই আবার মিস করি খুব।