শিউলি বধূ শীতের রোদে
উঠোন মাঝে বসে,
উনুন জ্বেলে খেজুর রসে
দিচ্ছে জ্বালটা কষে।
পাটালি গুড় তৈরী হলে
বেঁচবে স্বামী হাটে,
দরকারী সব তৈজস কিনে
ফিরবে আপন বাটে।
একধারে সব খেজুর রসের
সারি সারি হাঁড়ি,
শিউলি বধূ খুশির ভালে
পরনে নীল শাড়ি।
গরম রসে চুমুক দিয়ে
খাওয়া আয়েস করে,
শীত সকালে এই ছবিটা
দেখি গাঁয়ে ঘরে।
রসটা জ্বালে গুড় বানালে
দারুণ লাগে খেতে,
খেজুর গুড়ের পিঠে পুলি
খায় সকলে মেতে।
রসের হাঁড়ি লয়ে কাঁধে
শিউলি হেঁকে চলে,
রসের নেশায় রসের প্রেমিক
আসে ছুটে দলে।