রসগোল্লার লোভে
পাঁচকড়ি মিত্তির
দিল ঠোঙা শেষ করে
বড়ো ভাই পৃথ্বির।
সইল না কিছুতেই
যকৃতের নিচুতেই
যন্ত্র বিগড়ে গিয়ে
ব্যামো হল পিত্তির।
ঠোঙাটাকে বলে, “পাজি
ময়রার কারসাজি।’
দাদার উপরে রাগে–
দাদা বলে, “চিত্তির!
পেটে যে স্মরণসভা
আপনারি কীর্তির।’
Home » রসগোল্লার লোভে || Rabindranath Tagore
রসগোল্লার লোভে || Rabindranath Tagore
- কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর
- 1 min read
সম্পর্কিত পোস্ট
সূর্য ও ফুল (মহীয়সী মহিমার আগ্নেয় কুসুম) || Rabindranath Tagore
- কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর
- 1 min read
মহীয়সী মহিমার আগ্নেয় কুসুমসূর্য, ধায় লভিবারে বিশ্রামের ঘুম।ভাঙা এক ভিত্তি-‘পরে…
সম্মিলন (সেথায় কপোত-বধূ লতার আড়ালে) || Rabindranath Tagore
- কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর
- 2 min read
সেথায় কপোত-বধূ লতার আড়ালেদিবানিশি গাহে শুধু প্রেমের বিলাপ।নবীন চাঁদের করে…
বিসর্জন (যে তোরে বাসেরে ভালো, তারে ভালোবেসে বাছা) || Rabindranath Tagore
- কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর
- 1 min read
যে তোরে বাসেরে ভালো, তারে ভালোবেসে বাছা,চিরকাল সুখে তুই রোস্।বিদায়!…