পুরবে পশ্চিমে আজি অগ্নিগর্ভ জলদ নির্ঘোষে
ধ্বনি উঠে সাবধানবাণী | পুঞ্জীভূত অপমান,
যুগান্তসঞ্চিত ব্যথা, অন্যায়, দারিদ্র্য, অকল্যাণ
ভস্ম করিবারে জ্বলে বহ্নিকুন্ড প্রলয়প্রদোষে |
তবু প্রশ্ন জাগে মনে নির্দোষী সে অপরের দোষে
সহিবে নিষ্ঠুর শাস্তি ? কার হেন অদৃশ্য বিধান
নির্বিচারে মৃত্যু হানে নরনারী মাসুম সন্তান,
পর্বত কেন্দ্রিত পৃথ্বী-টলি উঠে কার অসন্তোষে ?
অন্তর্দ্বন্দ্ব কন্টকিত সংশয়ের দিনে
নবীন আশ্বাসবাণী তব কন্ঠে ধ্বনিবে না আর ?
তোমার নির্দেশ দীর্ঘ সংগ্রামের পথে বারংবার
আনিয়াছে নবীন প্রেরণা | আজি যুগ-সন্ধিক্ষণে
তুমি নাই | বঞ্চিত বুভুক্ষু রিক্ত-নিঃস্ব ভাগ্যহীনে
কার কন্ঠ দিবে ডাক মুক্তিপথে দুর্বার প্লাবনে ?