মায়ের ইচ্ছে ছিলাম মনের ,শাঁখে
তুমিই প্রথম বাক্ দিলে বৈশাখে ।
বাক্ তো পেলাম , রাখবো কোথায় — সুর ?
ঢেউ ভেঁজে যাও , জীবন অনেক দূর ।
এক জীবনে অনেক জন্মসাল
বোধ জাগালে ঋদ্ধ হচ্ছি , কাল ।
কালের পোস্টে রাজার পত্র কই ?
অমল পাতায় সুধার পাত্রে সই ।
সই তো এলো , পাতবো কোথায় সুখ ?
বিকেল ভাসায় বিনোদিনীর মুখ ।
আসবো বিকেল , প্রভাত জন্ম নিতে
তোমার ওমেই রাত কাঁপে না শীতে ।
বিশ্ব- আমি’র বীজ বুনেছো কবি
আমার শিরায় মানবতার রবি ।
(যখন ) প্রাচীন দমে আঁধার মারে ঘাই
( তোমার) চির- আলোয় নতুন হতে যাই ।
(চাইছি শুধু )রবি ঠাকুর , মুকুব করো ভয়
নিজের ভেবে যা লিখেছি , তোমারই সঞ্চয় ।