তোমার উজ্জ্বল চোখের তারায়
খুঁজে নিই দুঃসময়ের প্রলেপ
ওই দুই চোখের উপরে
ভ্রু যুগল আমাকে
জীবনের অত্যন্ত কঠিন সময়েও
শান্ত অথচ গভীর সমুদ্রের মত
স্থির ও ধৈর্যের শিক্ষা দেয়
উচ্ছলিত বন্যার জলের স্রোতে
বাঁধ দেওয়ার মত সাহসিকতার থেকে
নিজেকে সংযত রাখি
একদিন স্রোত কমলে তোমার ওই
গীতবিতানের ছেঁড়া পাতা
সযত্নে গুছিয়ে রাখি
আগুন পাখির মতো ক্ষমা করতে পারি
প্রভুর চরণে নিবেদন করতে
আমাকে অক্ষর খুঁজে ফিরতে হয় না
আমি অকপটে সোনার তরীর আসনে
নিবেদন করি অন্তরের শ্রদ্ধা।