তোমার লেখা কবিতা আর
তোমার লেখা গানে
জগৎ জুড়ে তোমার ছবি
আছো সবার প্রাণে।
সারা দিবস তোমায় দেখি
থাকো আমার পাশে
তোমার লেখা কবিতা গান
আমার কানে ভাসে।
গানের সুরে কবি প্রণাম
সকাল বিকাল সাঁঝে
গীতাঞ্জলি গীতবিতান
আছে মনের মাঝে।
পড়ার মাঝে তুমি আছো
তুমি আছো খেলায়
তুমি হলে সেই ঠাকুরই
দেখি পৌষের মেলায়।
মনটা যখন খারাপ থাকে
সাথে থাকো তুমি
তোমার জন্যে সুখী সবাই
ধন্য ভারত ভূমি।