যাত্রা কি শুধু জগন্নাথের
মাসির বাড়ি! এ মানুষের
চির আবেগ, পরম্পরার জয়যাত্রা।
দুরন্ত কালচক্রের ছোট্ট ঝলক!
মানবতার জয়গান, ধনী, দরিদ্র,
উঁচু, নিঁচু সকলের আনন্দমেলা।
বিশাল ব্রহ্মাণ্ডের কালো অন্ধকারে –
হঠাৎ অক্ষয় জ্যোতির বিস্ফোরণ।
যাত্রা কি শুধু জগন্নাথের
মাসির বাড়ি! এ মানুষের
চির আবেগ, পরম্পরার জয়যাত্রা।
দুরন্ত কালচক্রের ছোট্ট ঝলক!
মানবতার জয়গান, ধনী, দরিদ্র,
উঁচু, নিঁচু সকলের আনন্দমেলা।
বিশাল ব্রহ্মাণ্ডের কালো অন্ধকারে –
হঠাৎ অক্ষয় জ্যোতির বিস্ফোরণ।