শ্রাবণধারায় অনুরাগ ছায়
হরষে বরষে বৃষ্টি,
মাঠেঘাটেবাটে বৃষ্টির ছাঁটে
ফসল সূচনা সৃষ্টি।
বরষার ধারা পাখি ভিজে সারা
ব্যাকুল চাহনি ঘেরে,
পাখিছানা সবে কিচিমিচি রবে
জল ঝাড়ে মাথা নেড়ে।
শ্রাবণের ধারা লাগে মনোহরা
ফলে ফুলে সাজে ধরা,
কেতকী কদমে ফুটে পুরোদমে
সুবাসে বাগিচা ভরা।
শ্রাবণ রঙ্গে খুশির সঙ্গে
চাষির নয়নে তুষ্টি,
সোনার ফসল বাড়াবে যে বল
অভাবের ঘরে পুষ্টি।
শ্রাবণের মাহে মন সুখে গাহে
রঙ্গিলা রূপে হেরিয়া,
মনে আশা ভরে প্রভু কৃপা তরে
সময়ের তানে ঘেরিয়া।