লাল গোলাপী কমলা সাদা
নানা রঙের রঙ্গন;
গুচ্ছ ভাবে থাকে এরা
করি সেটার বর্ণন।
গ্রীষ্ম বর্ষা সব কালেতে
রঙ্গন পু্ষ্প ফোটে;
অলিরা সব মধু খেতে
ফুলের উপর ওঠে।
রুক্সিনি রক্তক বন্ধুক ঈশ্বর
ডাকি নানা নামে;
ওষুধ করতে লাগে রঙ্গন
নানা রকম কামে।
লাল গোলাপী কমলা সাদা
নানা রঙের রঙ্গন;
গুচ্ছ ভাবে থাকে এরা
করি সেটার বর্ণন।
গ্রীষ্ম বর্ষা সব কালেতে
রঙ্গন পু্ষ্প ফোটে;
অলিরা সব মধু খেতে
ফুলের উপর ওঠে।
রুক্সিনি রক্তক বন্ধুক ঈশ্বর
ডাকি নানা নামে;
ওষুধ করতে লাগে রঙ্গন
নানা রকম কামে।