গুমরে কাঁদছে ভারতমাতা
নারীর লজ্জা মাথায় নিয়ে,
শান্ত নারী প্রতিবাদ করে
নিজের লজ্জা বিদায় দিয়ে।
বারুদের বাস উথাল পাতাল
অসহায় লাজে মাথা কোটে,
অত্যাচারের বিপক্ষে আজ
সর্ব নারী সঙ্গে জোটে।
বসুন্ধরা দুফাঁক হলো
সীতার লজ্জা ঢাকার তরে,
ভারতমাতা গর্জে ওঠো
সর্বংস্বহা রূপটি ধরে ।
চোখে কাপড় বেঁধে ছিল
গান্ধারী যে অন্ধ সেজে
দ্রৌপদীর ওই বস্ত্র হরণ
রক্ষা পেল ধর্ম তেজে।
কলি কালের নারায়ণ নেই
বাঁচাতে আসবে চক্র হাতে
তাই ভারতমাতা কাঁদে শোকে
অপমান লজ্জা বিসর্জন ঘাতে।